ভোটার খরায় ভুগছে ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত : ১৪:২২, ১ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৪:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
ভোটার খরায় চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে নেই ভোটারদের সাড়া।
সরাইল ও আশুগঞ্জের অধিকাংশ কেন্দ্রগুলোতে হাতেগোনা কয়েকজন ছাড়া ভোটারদের লাইন চোখে পড়েনি। ভোটারদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কেন্দ্রের কর্মকর্তাদের।
ভোটগ্রহণের প্রথম দু’ঘণ্টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ২৩৮ জন ভোটারের মধ্যে মাত্র ৪০ জন ভোট দিয়েছেন। কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় কেন্দ্রে ২৪শ’ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৭ জন।
এছাড়া আশুগঞ্জ শ্রমকল্যান কেন্দ্রে ১৬শ’ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৮৮ ভোট এবং রওশন আরা জলি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১শ’ ভোটের মধ্যে এখন পর্যন্ত ৪০ জন ভোট দিয়েছেন।
সাধারণ ভোটাররা জানান, মাঠে হেভিওয়েট প্রার্থী না থাকায় নির্বাচনকে ঘিরে ভোটারদেরও আগ্রহ কম। তবে যেহেতু এই এলাকাগুলো কৃষি প্রধান এলাকা সেক্ষেত্রে বেলা বাড়লে ভোটার বাড়তে পারে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটারনিং জিল্লুর রহমান বলেন, ভোটারদের উপস্থিতি কমই দেখা যাচ্ছে।
এদিকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম জানান, আকাশ মেঘলা হওয়ার পাশপাশি শীতকাল হওয়ায় সকালের দিকে ভোটারদের উপিস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে। তবে ভোটারদের উপস্থিতি দেখে মনে হচ্ছে প্রার্থীরা ভোটারদের সঠিকভাবে মোটিভেশন করতে পারেননি।
নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বিএনপির বহিস্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার (কলারছড়ি), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি)।
তবে নির্বাচনে আওয়ামী লীগ এ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করায় এখনে সরকারি দলের কোন প্রার্থী নেই।
এএইচ
আরও পড়ুন