ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁও-৩ আসনে জাপার হাফিজ উদ্দিনের জয়

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল মার্কা) হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে হাফিজ উদ্দিন ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী (একতারা মার্কা) গোপাল চন্দ্র ভোট পেয়েছেন ৫০ হাজার তিনশ’ নয় ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপ-নির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে। 

এদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। 

ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার সমন্বয়ে গঠিত) একশ’ ২৮টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন।

মোট ভোট পড়েছে শতকরা ৪০ শতাংশ।

গত ডিসেম্বরে বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ আসন শূন্য ঘোষণা করা হয়। বুধবার এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি