ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

আহতরা হলেন ওই গ্রামের ইটভাটা শ্রমিক মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫) ও তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। 

স্থানীয়রা জানান, মনির পার্শ্ববর্তী উপজেলা নবীনগরের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় সে বাড়িতে ছিলেন না। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে তার ঘরে ঢুকে। এ সময় তারা মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। 

সকালে এলাকাবাসী রক্তাক্ত ৩ জনকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাদেরকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোঃ সুজন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের সিঁধ কেটে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা ছাগল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ হামলা চালায়। ঘটনার তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি