ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পাঁচদিনব্যাপি সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পাঁচদিনব্যাপি ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও রাজবাড়ী সাংস্কৃতিক জোটের সহযোগীতায় শহরের আজাদী ময়দানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসিম কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।

এ উৎসবের অংশ হিসেবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রকলায় প্রতিযোগীতার চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিদের পরিবেশিত গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি