ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খুবিতে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এ ৮ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পরিসংখ্যান ডিসিপ্লিন।

আজ বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। 

এ সময় পরিসংখ্যান বিভাগ ৮ উইকেটে ব্যবসায় প্রশাসন বিভাগকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ব্যবসায় প্রশাসন বিভাগ ১৪০ রান সংগ্রহ করে।

১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় পরিসংখ্যান বিভাগ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থেকে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরিসংখ্যান বিভাগের প্রান্তিক।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি