ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ওসমানীতে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩

যাত্রী নিয়ে উড্ডয়নের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে গেছে।

শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ১০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে চাকা ফেটে যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি