ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছিতে গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম জাহিদুল ইসলাম (২৩)। সে জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেলের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম কবির উরফে আনিস।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মোটরসাইকেল আরোহীরা মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি