ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজাপুরে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে।
 
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে ও ওই গ্রামের শাহাবুদ্দিন নুরানী মাদ্রাসার ছাত্র। 

পুলিশ ও স্বজনরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে আসছিল। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। 

রাজাপুর থানার ওসি পুলক  চন্দ্র রায় জানান, এ ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি