ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ আহত ৩০

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠিয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহাক আলী বলেন, মেহেরপুরের রাজনগর থেকে ছেড়ে আসা মেহেরপুর জ-০৪-০০১৬ নং যাত্রীবাহী বাসটি নাটোরে লালপুর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেরাইল জোড়পুকুর এলাকার উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রাজনগর গ্রামের দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে নাটোর জেলার লালপুর ড্রীমভ্যালি পার্কে বেড়াতে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা প্রায়  ৪০ জনের মধ্যে নারী-শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুর তেরাইলা এলাকা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে ভাঙ্গাচোরা রাস্তাকে দায়ী করে দ্রত সংস্কারের দাবি করেছেন তারা। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশী তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করেছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি