ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ ভারতীয় নাগরিকসহ আটক ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লা শালধর এলাকা থেকে দুই ভারতীয় নাগরিকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০১ কেজি গাঁজা ও ৩ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় দুইজনসহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম, একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া এবং কুমিল্লা জেলার চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি