ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জালিয়াত চক্রের হাত থেকে পৈতৃক বসতবাড়ী রক্ষার দাবি

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ভূমি জালিয়াত চক্রের হাত থেকে পৈতৃক বসতবাড়ী রক্ষার দাবি জানিয়েছেন ময়মনসিংহের ভালুকার তালাব গ্রামের কৃষক সিদ্দিক (৪৫) ও তার পরিবার।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ওই পরিবারটি। 

সংবাদ সম্মেলনে সিদ্দিকের বৃদ্ধ পিতা শুক্কুর আলী (৭০)সহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, কাদিগড় মৌজার ৯০৭, ৯০৮, ৯০৯ দাগের ৯৮ শতাংশ জমিতে ৪টি পরিবার পূর্বপুরুষদের ভিটায় যুগ-যুগ ধরে বসবাস করে আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবত একই এলাকার প্রভাবশালী আঃ জলিল (৪০) জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল তৈরি করে ভূমিদস্যুদের সঙ্গে নিয়ে উক্ত বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

ভূমিদস্যুদের হামলা ও হুমকিতে ৪টি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

অসহায় সিদ্দিক আরও বলেন, কাদিগড় বনভূমিতে পুর্বপুরুষের রেখে যাওয়া বসতবাড়ীতে বসবাস করে আসছি, সরকার আমাদের একদিনও ছেড়ে যেতে বলেনি কিন্তু জলিলগংরা বনের জমির মালিক সেজে বসতভিটা ছাড়ার হুমকি দিচ্ছেন। 

এর সুবিচার চেয়ে পৈতৃক ভিটায় শান্তিতে থাকার জন্য সরকারের সকল মহলের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী চার পরিবার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি