ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্কুলের সামনে অটোরিক্সার চাপায় শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বাহিরগোলায় অটোরিক্সার চাপায় সিফাত রহমান (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত রহমান সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির ও মৃতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে পৌঁছে রাস্তা পাড় হচ্ছিল সিফাত। তখন কাঠেরপুল থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা সিফাতকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলে সে মারা যায়। তখন স্থানীয় জনতা অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ওসি হুমায়ন কবির আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি