ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বাংলা ইশারা ভাষা প্রচলন, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’।

২০১২ সালের ২৬ জানুয়ারি ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং এসএম শাহীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আল মাহমুদ হোসেন, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, মূক বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম প্রমুখ। 

পরে স্কুল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি বা জনগোষ্ঠীর যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ইশারা ভাষা। সারা বিশ্বের বাক ও শ্রবণপ্রতিবন্ধী মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষায় ভাব প্রকাশ করে থাকেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি