ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসস্থ ৬৬ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার দুপুরে এ দুই ইউনিয়নে ৮শ’ কম্বল, ২শ’ শাল ও ৫শ’ সোয়েটার বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান, পিএসসিসহ সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।

কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি