ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

চাটখিলে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে আতাউর রহমান রুবেল (৪৮) ও সাদেক হোসেন শিখাব (২১) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে সাত্রাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাত্রাপাড়া গ্রামের মোকারাম বাড়ির ইকবাল হোসেন মানিকের ছেলে আতাউর রহমান রুবেল ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির শাহ আলমের ছেলে সাদেক হোসেন শিখাব।

পুলিশ জানায়, নোয়াখালী ইউনিয়নে মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাত্রাপাড়া গ্রামে মাদক বিক্রির সময় মাদক কারবারি রুবেল ও সাদেককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কার্টুন থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি