ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মসজিদের ইমামকে মারধরের ঘটনায় দুই সহোদর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের গাছার চান্দরা এলাকায় এক মসজিদের ইমামকে মারধরের মামলায় অভিযুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব উজ জামান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দরা এলাকার মিলন একাডেমীর পরিচালক মশিউর রহমান মুকুল ও তার ছোটভাই মফিজুর রহমান টুটুল।

উপ-কমিশনার জানান, মসজিদের ইমাম জুমার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখায় অভিযুক্তরা ক্ষিপ্ত ছিলেন। এছাড়া মিলন একাডেমীর পাশে ওই ইমাম মাদ্রাসা পরিচালনা করায় অভিযুক্ত মশিউর রহমান মুকুল তার স্কুলের ছাত্র কমে যাওয়ার কারণ বলে মনে করতেন। এরই জের ধরে গত ২ ফেব্রুয়ারি চান্দরা এলাকার আল আকসা মসজিদের ইমামকে মাদকসেবী ও পেশাদার মাদক ব্যবসায়ী মফিজুর রহমান টুটুল উলঙ্গ করে মারধর ও মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে ওই দিন গাছা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরদিন অভিযান চালিয়ে মশিউর রহমান মুকুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কিন্তু মূল অভিযুক্ত মফিজুর রহমান টুটুল পলাতক ছিলেন। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে মঙ্গলবার মিলন একাডেমীর সামনে থেকে এজাহার নামীয় আসামি মফিজুর রহমান টুটুলকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি