ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদকের কারবারে বাধা দেওয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৩

আহত যুবলীগ কর্মী আশিকুর রহমান রাশেদ

আহত যুবলীগ কর্মী আশিকুর রহমান রাশেদ

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক যুবলীগ কর্মীকে কুপিয়েছে তার দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে কলারোয়া সরকারি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত যুবলীগ কর্মী আশিকুর রহমান রাশেদ (২৭) কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউল ইসলামের ছেলে। 

রাশেদ জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তার দলের কর্মীরা এ হামলা চালায়। কলারোয়া সরকারি কলেজ এলাকায় তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে মাদক ব্যবসা বন্ধ করার কথা বলেন রাশেদ। এ সময় ক্ষিপ্ত হয়ে তার সহযোগী ১০-১২ জনের একটি দল তার উপর হামলা করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে রাশেদকে ফেলে চলে যায় তারা। 

আহত রাশেদকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি