ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ২ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে ২ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। 

পরে সকাল সাড়ে ৬টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে। কুয়াশায় আটকা পরে দুর্ভোগে পরেন যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে নদীর মার্কিং চিহ্ন দেখা না যাওয়ায় ভোর সাড়ে চারটা থেকে ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়ে। পরে সকাল সাড়ে ছয়টায় কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি