ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গোল্ডেন এ প্লাস পেয়েছে মিরসরাইয়ের তামিমা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড গ্রহণ করছেন তামিমা

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড গ্রহণ করছেন তামিমা

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন মিরসরাইয়ের তামিমা কাওছাইন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।
 
তামিমা মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম উদ্দিনের বড় মেয়ে।

তামিমা কাওছাইন বলেন, ‘এই অর্জন আমার মা-বাবার দোয়ার কারণে হয়েছে। মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই।’

তামিমার পিতা সেলিম উদ্দিন বলেন, “মেয়ের এমন সাফল্যে আমি খুবই আনন্দিত। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার বড় কন্যা তামিমা কাওছাইন। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। তার আগামী দিনের সাফল্য কামনা করছি।”

প্রসঙ্গত, তামিমা কাওছাইন ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। এছাড়া নিজ প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকেও তামিমা প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি