ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মানবিকের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি।

এই বোর্ডে পাসের হারের দিক থেকে সবার শীর্ষে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। 

তিনি জানান, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। 

ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছেন। 

এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। 

পরীক্ষায় অংশগ্রহণ করে ৬১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী। 

এদিকে, বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি