ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পরিত্যক্ত কোল্ড স্টোরেজে মিললো নারীর মরদেহ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

লক্ষ্মীপুর সদরের চররমনী মোহনের একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫-২৬ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটি হত্যা বলে ধারণা পুলিশের। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের পাশে চর আলী হাসান গ্রামে পরিত্যক্ত একটি আলুর কোল্ড স্টোরেজের ভেতরে এক নারীর মৃতদেহ দেখতে পায় এক শিশু। পরে সে চিৎকার দিয়ে এলাকার লোকজনকে বিষয়টি জানায়। 

খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ থেকে পঁচা-দুর্গন্ধ বের হচ্ছিলো বলে জানায় স্থানীয়রা। 

চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রহমান স্বপন বলেন, এক শিশু কোল্ড স্টোরেজের পাশে খেলা করতে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মৃতদেহটি দেখতে পায় সে। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে পরিত্যক্ত কোল্ড স্টোরেজ থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। তার জিহবা বের হয়ে আছে। 

ধারণা করা হচ্ছে, আনুমানিক দুইদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রাখে। মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি