ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া-পাটুরিয়ায় তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঘন কুয়াশায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে কুয়াশার তীব্রতায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে সোয়া ৩ ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। পরে সকাল সোয়া নয়টায় কুয়াশার পরিমাণ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু করে।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ছোট যানবাহনসহ কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় মহাসড়কে সিরিয়ালে রয়েছে। কুয়াশা আটকা পরে দুর্ভোগে পরেন যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক নুর আহম্মেদ ভূইয়া জানান, কুয়াশার কারণে নদীতে ফেরি চলাচল করতে সমস্যা দেখা দেওয়ায় সকাল ৬টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সোয়া ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ  রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সোয়া নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।  

এতে ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানজট হবেনা বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি