ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ ২ কারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬শ’ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা শহরের রেল বাজারে অভিযান চালিয়ে ৬শ' অ্যাম্পুল নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৬) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আহমেদনগর এলাকার মোস্তফার ছেলে রনি বাবু। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে আলমডাঙ্গা রেল বাজার এলাকায় অভিয়ান চালিয়ে শাফায়েত আলী ও রনি বাবু নামের দু'জনকে আটক করা হয়। পরে আটক দুজনের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬শ’ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ শাফায়েত আলি ও রনি বাবুকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি