ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার নিজ ভাড়া বাসায় আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু বরনকারী কাঠ ব্যবসায়ী খোকন দেবনাথের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১০) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় জজ আলী মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।

বাড়ী মালিকের পরিবার ও নিহত খোকন দেবনাথের মা রাধারানী দেবনাথ জানায়, কাঠ ব্যবসায়ী খোকন দেবনাথ ৩-৪ বছর পূর্ব থেকে স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে আলী মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। কয়েক মাস পূর্বে স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানসহ বাপের বাড়ী পাঠিয়ে দেয়। এরপর মাকে নিয়ে সে একই বাসায় বসবাস করছিল। কয়েক দিন পূর্বে মায়ের সাথেও ঝগড়া হলে সে পার্শবর্তী এলাকায় খোকনের বোনের বাসায় চলে যায়।

শুক্রবার বেলা ১২টার দিকে ছেলেকে খোঁজ নিতে মা রাধারানী খোকনের বাসায় এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে অনেক সময় ডাকাডাকি করলেও দরজা না খুললে তার মনে সন্দেহ হয়।

এসময় খোকনের মা আশেপাশের লোকজন ডেকে তাদের সহযোগীতায় ঘরের দরজা খুলে বারান্দার আড়াঁর সাথে খোকনের মৃতদেহ গলা ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান। এলাকাবাসী সদর থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে বলে থানা পুলিশ জানিয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি