ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবারের মত চট্টগ্রামে ফুল উৎসব (ভিডিও)

রফিকুল বাহার, চট্টগ্রাম থেকে 

প্রকাশিত : ১১:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামে প্রথমবারের মত শুরু হয়েছে ৯ দিন দিনের ফুল উৎসব। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসনের উদ্যোগে সাগর ঘেঁষা ফৌজদারহাটের ডিসি ফ্লাওয়ার পার্কে এই উৎসবে হাজারো প্রজাতির নানা রঙের ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন অনেকে। 

চোখ জুড়ানো নানা রঙের ১২২ প্রজাতির ৩০ হাজার ফুল দৃষ্টি কেড়ছে দর্শকের। ফুলের এই সৌন্দর্য দেখতে এই ভিড়।

জেলা প্রশাসন বলছে, এই স্থানটি দীর্ঘদিন ছিল পরিত্যাক্ত। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে গড়ে তোলা হয়েছে এই বাগান। 

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “এই পার্কটিতে বিভিন্ন ধরনের গাইডের ব্যবস্থা থাকবে। এখানে বেশ কয়েকটি পুকুর রয়েছে এর আয়-ব্যয়ের অর্থ এটি পরিচালনা করা হবে।”

ফুলের এই উৎসবে এসেছেন অনেকে। উপভোগ করছেন নানা রঙের ফুলে সমারহ।

দর্শনার্থীরা বলেন, “চট্টগ্রামবাসীর জন্য সুস্থ বিনোদনের একটা জায়গা হয়েছে। এটি চট্টগ্রামবাসীদের মনে দাগ কাটবে।”

উৎসবের প্রথম দিন আসেন বিশিষ্ট জনেররাও। শিক্ষা উপমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়নের হারিয়ে যাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। এ ধরণের আয়োজনের প্রশংসা করেন তিনি। 

শিক্ষা উপমন্ত্রী চৌধুরী মহিবুল হাসান নওফেল বলেন, “এমনি করে চট্টগ্রাম শহরের মধ্যে যেখানে জায়গা পাবো, সেখানে এই ধরনের ব্যবস্থা করা হবে।”

উদ্ধার করা জমির পাশে রয়েছে আরও ২০০ একরের মত জমি। পুরো জমিজুড়ে পর্যটন এলাকা গড়ে তোলার পরিকল্পনা কথাও ভাবা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি