ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ঐতিহাসিক প্রাচীন নিদর্শন জগদ্দল বিহারের পুন:খনন শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁর ঐতিহাসিক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধামইরহাটের জগদ্দল বিহারের পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওনালের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ওসি মোজাম্মেল হক কাজীসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধামইরহাট উপজেলা। এই উপজেলার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে ছোট আকারে একটি মিউজিয়াম যাতে করে করা হয়, সেই বিষয়ে আমি ইতিমধ্যেই প্রস্তাবনা দিয়েছি। বাস্তবায়ন হলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমাদের প্রায় ৫ শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার সিংহভাগই অরক্ষিত রয়েছে। আমরা তা সংরক্ষণে কাজ করছি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লাখ টাকা বরাদ্দে প্রাথমিকভাবে ১ মাস খনন ও গবেষণা পরিচালনা করা হবে এবং পরবর্তিতে চাহিদা অনুযায়ী আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি