ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পদযাত্রার নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: এমপি গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি-জামায়াত পদযাত্রার নামে সারাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। 

শনিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিতে ও উন্নয়নে বিশ্বাস করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই এদেশের মানুষ ভাল থাকবে, শান্তিতে থাকবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের নামে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন এমপি গোলাপ।

এসময় আগামী জাতীয় নির্বাচনে আবারও দেশের মানুষকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, পৌর মেয়র এসএম হানিফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি