ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোসাঃ হোসনেয়ারা বেগম (৪৫)।  

তিনি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমান্তকাঠি গ্রাম থেকে মাদকের এই চালান বেচাকেনার সময় ডিবি পুলিশের একটি টিম তাকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। সোমবার সকালে ঝালকাঠি থানা পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হোসনেয়ারা বেগমকে আদালতে সোপর্দ করার পর বিচারক জেল হাজতে পাঠান।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারী 
রাত সাড়ে ৭টায় গোপন সূত্রে ঝালকাঠির ছত্রকান্দা টু কাউখালী সংযোগ সড়কের শেখেরহাট ইউনিয়নের শ্রীমান্তকাঠি মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয় সংবাদ আসে।

গোপন সংবাদের ভিত্তিতে আমার দিক-নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল রাত ৮টার দিকে উক্ত এক্সোসিভ এগ্রো ফার্মের সম্মূখের পাকাঁ রাস্তায় অভিযান চালায়। এসময় সেখান থেকে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামের মো. বাবুল খানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে হলুদ রংয়ের একটি শপিং ব্যাগেসহ আটক করে। সেখানে উপস্থিত লোকজনের সম্মুখে উক্ত ব্যাগ তল্লাশী করে তার মধ্য থেকে প্রায় কসটেপ প্যাঁচানো এক লাখ টাকা বাজার মূল্যমানের দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গাঁজা ও আটক হোসনেয়ারা বেগমকে থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে রাতেই ঝালকাঠি থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি