ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শহিদ রাউফুন বসুনিয়া দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

আজ ১৩ ফেব্রুয়ারি, শহিদ রাউফুন বসুনিয়া দিবস। ১৯৮৫ সালের এদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রাম পরিষদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন জাতীয় ছাত্রলীগ এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক ছাত্রনেতা রাউফুন বসুনিয়া। মিছিলটি সূর্যসেন হল থেকে বের হয়ে মুহসিন হল হয়ে মুহসিন হলের মাঠের পাশের রাস্তা দিয়ে মূল রাস্তায় মিছিল উঠলে এবং রহমান হল থেকে মিছিলে গুলি করে স্বৈরাচার সরকারের নতুন বাংলা ছাত্রসমাজের গুন্ডা বাহিনী। গুলিতে রাউফুন বসুনিয়া মাটিতে লুটিয়ে পড়ে। শহিদ হন ছাত্রনেতা রাউফুন বসুনিয়া।

প্রতি বছরের মতো এবারও শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ, ঢাকা শ্রাদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে। রাউফুন বসুনিয়ার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা সংগঠনের সভাপতি এডভোকেট রেজাউল করিম হিরন সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. অহিদুজ্জামান চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নিজিমুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রফেসর ড. জিনাত হুদা, বিশিষ্ট সাংবাদিক ৭১ টিভির সিইও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক বাবু, জগন্নাথ হলের সাবেক ভিপি, সাংবাদিক সুভাষ সিংহ রায়, রাকসুর জিএস জাহাঙ্গীর কবির রানা, সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান মোক্তাদির,গোলাম হোসেন কুটি, গ্যানেন্দ্র মোহন চন্দ্র, কামাল হোসেন, আশেক খান, বদিউল আলম বদি, আব্দুল মান্নান প্রমুখ।

নেতৃবৃন্দ রাউফুন বসুনিয়ার নামে কুড়িগ্রামে কলেজ প্রতিষ্ঠার করার জোর দাবি জানান।

বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাউফুন বসুনিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি