ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

ভালোবাসা দিবসে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে মত বিনিয়ম সভা

ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর)

প্রকাশিত : ১৬:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বিশ্ব ভালোবাসা দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশেকুর রহমান, অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান, দাঁতমন্ডল এরফানিয়া আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াছ, নাসিরনগর সরকারী ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল ফুরকান, ফান্দাউক পাগল শংকর আখরার পিন্সিপাল, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, মুক্তিযোদ্ধা আব্দুল বাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন লতিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, ইসলামীক ফাউন্ডেশনের পরিচালক আশেকুর রহমান, সরাইল আশুগঞ্জ নাসিরনগর সার্কেল মোজাম্মেল হক রেজা সহ হিন্দু ও মুসলিম ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পুরোহিত ও ইমামগণ। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি