ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের ফারহিয়া (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে। আটককৃত যুবক হলেন, একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২০)।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ মর্গে পাঠানো হবে। শিশুটির দেহ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি