ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ৪ দেশের রাষ্ট্রদূত

নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত। জাপান, চীন, ফ্রান্স ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ছাড়াও ১৭ জনের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শুক্রবার সকালে সাড়ে ১০টায় প্রতিনিধি দল ভাসানচর এসে পৌঁছেন।

বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ৪ দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিকেলে ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

এর আগে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে ভাসানচর পৌঁছান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।  

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।
কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি