ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আহত পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

আহত চাইনিজ সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মাদারীপুরের শিবচরে ডাবল কেবিন পিকআপ ও ড্রাম ট্রাক সংর্ঘষে পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের চাইনিজ সার্ভে ইঞ্জিনিয়ারসহ ২ জন আহত হন। 

শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দুর্ঘটনাটি ঘটে। 

আহত চাইনিজ সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন ও বাংলাদেশের সার্ভে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের ডাবল পিকআপ গাড়ি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা নাগরিক সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন (২৫)সহ ২ জন আহত হয়। 

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চীনা নাগরিক সাং বিন মারা যান। অপর আহত সার্ভে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুলের চিকিৎসা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি