ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে পানিতে ডুবে সারাফ হোসেন(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সারাফ  ভাটপাড়া গ্রামের পিন্টু  মিয়ার  ছেলে। শনিবার দুপুর টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানি থেকে শিশু সারাফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে  শিশু  সারাফ খেলার  উদ্দেশ্যে বাড়ি  থেকে বের হয়। দুপুর গড়িয়ে আসলেও সারাফ বাড়ি ফিরেনা। পরে তার মরদেহ   বাড়ির পাশের একটি  পুকুরের  ভাসতে দেখে পথচারীরা। এসময় স্থানীয়রা  পুকুর থেকে তার মরদেহ  উদ্ধার  করেন। স্থানীয়দের ধারণা,শিশু সারাফ পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে গিয়ে মারা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সারাফের পরিবারের কোন অভিযোগ না থাকায়  রাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি