ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরকীয়া সন্দেহে স্ত্রী ও কন্যাকে হত্যা করে জেবিন দেব

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সী আলিফ’ হোটেলের কক্ষ থেকে কন্যা শিশুসহ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী জেবিন দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বামী জেবিন দেব পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে পরকীয়া সন্দেহে শ্বাসরোধ করে এবং ৮ মাস বয়সী মেয়েকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলন করে এমনই তথ্য দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আরও জানান, কক্সবাজারের ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করতে নিকটবর্তী থানায় খবর পাঠায় পুলিশ। ওই খবরের প্রেক্ষিতে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারপর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে এবং আট মাস বয়সী মেয়েকে বালতির পানিতে চুবিয়ে হত্যার দায় স্বীকার করেন জেবিন দেব।

জিজ্ঞাসাবাদে জেবিন দেব স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তিনি একজন প্রবাসী। পারিবারিকভাবে অসন্তোষ ছিল। তাদের সাংসারিক জীবনে কলহ লেগে থাকতো এবং স্ত্রীকে তিনি পরকীয়ার সন্দেহ করতেন। তাই ছোট মেয়েকে নিয়ে সংসারের মধ্যে অশান্তি ও সম্পর্কের টানাপোড়ন ছিল। ফলে সে গত ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে ফিরে আসে। তিনি বিদেশ থেকে আসার পর গত ৭ ফেব্রুয়ারি একবার কক্সবাজার এসে ঘুরে যায়। ওই সময় জেবিন দে তার স্ত্রী ও ছোট মেয়েকে হত্যা করার পরিকল্পনা করে। সে মোতাবেক ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারে এসে হোটেল সী আলিফে উঠেন এবং পরিকল্পনা মতো স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কলাতলীর ‘সী আলিফ’ নামের আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি