ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার (৬০) নিহত হয়েছেন। তিনি দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

শনিবার সন্ধ্যায় উপজেলার ভোগলমান গ্রামের এ ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার সময় ভোগলমান বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস সরকার নিজের সার ও কীটনাশকের দোকানে অবস্থান করছিলেন। তখন ১০ থেকে ১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা দোকানে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা করছে। এছাড়া দায়ীদের ধরতে পুলিশ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি