কুমিল্লায় একসঙ্গে ৫২০ শিক্ষককে বিদায় সংবর্ধনা
প্রকাশিত : ১২:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
কুমিল্লায় ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোনহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মে. আবদুল মান্নানসহ আরও অনেকে।
এসময় উপজেলার ১৩টি উইনিয়ন ও ১টি পৌরসভার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫২০ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এএইচ
আরও পড়ুন