ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে উপজেলার গঙ্গাসাগর নতুন রেলব্রীজ লাইনের উপর থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত হাফিজুল আখাউড়ার বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার বলেন, হাফিজুল মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। গভীর রাত থেকে ভোরের কোন এক সময়ে অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি