ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গোপন বৈঠক থেকে জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামে গোপন বৈঠককালে ২৩ জামায়াত নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। এসময়ে উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল।

আটককৃতদের রোববার সকালে নাশকতার মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। তারা বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি, মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। 

এসময় আটক করা হয় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের সভাপতি সম্পাদক ও নেতাকর্মিকে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোমিনসহ একদল নেতাকর্মি। 

পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেলসহ বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি