ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

খেলার মাঠে আর মেলা নয় (ভিডিও)

রফিকুল বাহার, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১২:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামে খেলার মাঠে আর মেলা নয়। বিকল্প জায়গায় মেলা আয়োজনের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক। আগামী ৬ মাসের মধ্যে নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হবে। 

গত ২১ জানুয়ারি ‘চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের বেহাল দশা’ শিরোনামে প্রতিবেদন প্রচার করা হয় একুশে টেলিভিশনে। এরপরে নড়েচরে বসে জেলা প্রশাসন। উদ্যোগ নেয়া হয় মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার। প্রশাসন বলছে, মেলা আয়োজনের জন্য নতুন মাঠ বরাদ্দ দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “যে উদ্যোগটি নিয়েছি তাতে সবাই বলেছেন তারা আমার সাথে আছেন। তারা বলেছেন এখানে একটি বিকল্প ভেন্যু বের করেন, যেখানে বছরব্যাপী মেলা হতে পারে।”

পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশের দুটি জায়গা সনাক্ত করা হয়েছে মেলা আয়োজনের জন্য। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং সরকারি খাস জায়গা দুটির যে কোন একটিতে মেলা আয়োজনের স্থায়ী ব্যবস্থা করা হবে।

আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সমন্বয় সভা করেন এখানে সেই মাঠটিকে মেলার জন্য করতে পারি কিনা বা সেটি ব্যবহার করার অনুমতি পাই কিনা তা দেখা হচ্ছে।”

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের পাশেই আউটার স্টেডিয়াম। এই মাঠে খেলে প্রতিষ্ঠিত খেলোয়াড় বনে গেছেন নান্নু, নোবেল, আকরাম, আশীষ ভদ্রসহ দেশের অনেক নামী ক্রীড়াবিদ। সেই মাঠের চিরচেনা রূপ নেই। খেলার উপযোগীতা হারিয়েছে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র বলেন, “বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই। যারা সেকেন্ড, থার্ড ডিভিশন খেলবে সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক।”

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “এই মাঠে খেলাধুলা করে অনেকেই জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সবাই চায়, এই মাঠটি খেলার জন্য উন্মুক্ত থাকুক।”

রাজধানীতে বাণিজ্য মেলাসহ অন্যান্য মেলা আয়োজনের জন্য আলাদা জায়গা রয়েছে। তাই চট্টগ্রামেও খেলার মাঠে শিশু-কিশোরদের খেলার সুযোগ উন্মুক্ত করলে তাদের মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি