ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠীত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর জেলা কমিটি আয়োজিত এ আলোচনা সভা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সুইট উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য আবু তালহা বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউন্স স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ্ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অন্তরবর্তীকালীন সাধারণ সম্পাদক আফ্রিদা জাহিন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি