ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভটভটি উল্টে চালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে আবদুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

মঙ্গলবার সকালে কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভটভটি চালক আবদুল মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান উপজেলার হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।

ওসি এস এম মঈনুদ্দীন জানান, আহত মোস্তাফিজুর রহমান মাছ নিয়ে শ্যালোচালিত ভটভটিতে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে কুসুমসারা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ তিনি গুরুতর আহত হন। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন। 

আহত মোস্তাফিজুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি