ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঁশ ঝাড়ে মিললো ফুটবলারের ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩

নিহতের বাড়িতে পাড়া-প্রতিবেশি ও স্বজনদের ভীড়

নিহতের বাড়িতে পাড়া-প্রতিবেশি ও স্বজনদের ভীড়

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহজাহানপুরের একটি বাঁশের ঝাড় থেকে আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একজন কৃতি ফুটবল খেলোয়াড় ছিলেন। 

আরাফাতের বাবা মতুর্জ হোসেন অভিযোগ করে জানান, তার ছেলে কৃতি ফুটবলার হিসেবে চুক্তিতে টিমে খেলতেন। একই সঙ্গে সে ব্যবসাও করতো। সোমবার রাতে শাহজাহানপুর বাজারে পালা গানের আসর বসে। রাত ১০টার দিকে গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে বুদ্ধু নামের এক নেশাগ্রস্ত যুবক তাকে গানের অনুষ্ঠানে যাবার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 

এরপর আরাফাত রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই আরাফাতকে হত্যা করা হয় বলে তার পিতা জানান। 

সকালে স্থানীয় লোকজন আরাফাতকে শাহজাহানপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁশ ঝাড়ের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। 

বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

এদিকে এ মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা সঠিকভাবে বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি