ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

চুরির অপবাদে শিশু নির্যাতন ঘটনায় মামলা, আসামি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১০:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশু ও তার পিতাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১) ফেব্রুয়ারি রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সুপারি চুরি সন্দেহে প্রভাবশালী লতিফ খান ও তার সহযোগীরা প্রতিবেশী শিশু ছাব্বির (১১) ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে ঘর থেকে ধরে আনে। এরপর উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দুজনের উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুর মাথার চুল কেটে দেয় তারা।

এরপর নির্যাতিত পিতা-পুত্রকে সারারাত খোলা আকাশের নীচে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সোমবার সকাল ১০টার দিকে নির্যাতনকারী লতিফ খান সাদা কাগজে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়। 

এ খবর ছড়িয়ে পরলে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি