পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
প্রকাশিত : ১২:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩
পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর থানার পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মনির হোসেন প্যাদা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মৃত্যু আঃ সাত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই গ্রামের মৃত্যু কাসেম কাজীর ছেলে।
ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ৩টি গাঁজার প্যাকেটসহ আটক করা হয়। যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত মনির হোসেনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন