ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেছেন। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে রেশম কারখানার সামনে তারা এ বিক্ষোভ করেন। 

শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩শ’ টাকা হারে বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। 

অর্থ সংকটে মানবতার জীবনযাপন করছেন অনেকেই। বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরও কোন ফল পাওয়া যাচ্ছে না। 

কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। 

কিন্তু কোন সমাধান হচ্ছে না। এ ভাবেই কয়েক মাস কেটে গেছে। দ্রুত বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি