ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ  ব্লকে গোলাগুলির এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার দুপুর একটার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে হঠাৎ করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। 

আধাঘন্টা ধরে চলা এই সংঘর্ষে উক্ত ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের পুত্র আবুল ফয়েজ (৮) গুলিবিদ্ধ হয়। 

তাদের প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পের উক্ত এলাকায় এই গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এলাকায় এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি