ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এক অভিযানে আসামীদের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলো বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মো. খোকনের ছেলে সোহেল রানা (৩৪) অপর পরোয়ানাভুক্ত আসামী শিকড়ি গ্রামের সালাম সর্দারের ছেলে রুহুল আমিন (৩২) ও রেলস্টেশন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী (৩২)। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার যাবজ্জীবন ও পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দুপুরে যশোর আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি