ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মুখে বাইম মাছ ঢুকে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইম মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ। 

ওই চিকিৎসক জানান, বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এরপরেই সে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় বেলা ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেছে। 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলেন। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইম মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

শিশুটির মা আশুরা বিবি জানান, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ গলার ভেতরে একটা বাইম মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই ছেলেকে ডাক্তারা মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি