ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নূর ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চাঞ্চল্যকর ভোলা জেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর এলাকায় মাওলানা নূর ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী মোঃ আবু তাহের মাঝি (৫১) এবং মোছাঃ কুলসুম বেগম (৪২)’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর ভোলা জেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর এলাকায় মাওলানা নূর ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী ১। মোঃ আবু তাহের মাঝি(৫১), পিতা-মৃত ইয়াছিন জমাদার এবং ২। মোছাঃ কুলসুম বেগম (৪২), স্বামী-মোঃ আবু তাহের মাঝি, উভয় সাং-এওয়াজপুর, ৪নং-ওয়ার্ড (ইয়াছিন জমাদার বাড়ী), থানা-শশীভুষণ, জেলা-ভোলাদ্বয়কে গত ২৩ ফেব্রুয়ারি  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি মোঃ আবু তাহের মাঝির সাথে তার ভাতিজা ভিকটিম মাওলানা নূর ইসলামের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরেই গত ১৪ অক্টোবর ২০২২ তারিখ ধৃত আসামিরা ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৫ অক্টোবর ২০২২ তারিখ ভোলা জেলার শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই ধৃত আসামিরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি